কেমন এদিন দেখিলাম হে
নিখিল বিশ্ব কারিগর ,
স্বার্থের মোহনায় যে যত উচ্ছলিত
আপনার মুখে যে আপনার দধির
করিয়া গুন কীর্তন
হয় উল্লসিত
তার জন্যেই আজ বড় মসজিদ্
বড় বেহেস্ত , বড় মাইক
আর ছবির বাড়াবাড়ি ।
আতরের গন্ধের চেয়ে বর্ননা বেশি
মুখের বাচাল চাপাবাজি ;
অগ্রিম গাদার মুখে মুলার ঝুলাঝুলি ,
রোষ ক্রোধ নগ্ন বিরোধতার
এক চরম সার্টিফিকেট ।,
বিধি এটাই শান্তি ?
এটাই কল্যাণ ?
প্রতিবেশিকে যে করিতে পারে না সালাম ,
সামান্য সম্মান ;
উদার প্রার্থনা
কেবল আপনার রেখার মধ্য ভাগের তরে ।
তারে দিয়ে দুনিয়ার উদ্যান ?
তারে দিয়ে মায়ের কোল নিরাপত্তা?
টিকটিকির ছবিতে ডাইনোসর বিলাস্
তবু বলি বিধি
তোমার ফিরে আসুক হুশ
রাজনীতির ধিক্কার দলাদলি ,,,
বমির উত্স বঙ্গের নেতাবাজি
নিয়ে এসো না তোমার নামে ।
শান্ত হয়ে শান্তি নামে
দাড়াও সকলেরই পাশে ।