এই তো সে রাত, কোটি বছর আগের
আরব্য রজনীর কাহিনীরো আগের
তুঘলক বাবর কিবা চানক্য ও
দেখেছিল তা।
স্বাক্ষী ছিল আমার সাথে।
অবহেলা অযত্নে হেলে গিয়েছিলাম তার
মোবাইল সিমের দু চোখ।
রসুন দানা ঠোট লেগেছিল সাপ মন,
নিঃশ্বাস তার ছিল শীতল
হিমালয়ের বরফ মাখা হয়ে,
কিন্তু
হে জ্বরে আমিই ছিলাম কতল ।
হেরে গেলাম মোবাইল, বাহির হলাম তার
সীমানার।
কপাল নারদ মুনি যে আমার।

নাম্বারটা জানা ছিল, আজো আছে।
সীমানা দূরের কুয়াশার মত
ডায়াল করিতে শুধু অন্তর হাত কাপে।
কাপে বিশ্ব জগত প্যালেস্টাইন কিবা
মালয়েশিয়ার বিমান বাহী হয়ে।
ক্রিকেট মাঠের পুরুনো বল
আজ কেবলই মাঠটাই খুজে।