নিস্তব্দ পাহারায় আজ মানুষের মাংস খাচ্ছে কুকুর,
শিয়ালের চোখে পরে গেছে গর্ভের শিশু,
না জানা না চেনা অস্ত্রে সাগর ভরাট হচ্ছে লাশে,
পিচ ঢালা পথ আরো হয়েছে কালো
অবলা অসহায় নারীর শুকনু রক্তে ।
থেমে গেছে দুনিয়ার শ্বাস
পলায়ন মানুষের বাচার তাগিধ দেখে।
কে আছে দেবতা?
কে আছে ফেরেস্তা?
কে আসবে আকাশ হতে বানী পাওয়া হাতে?
থামাবে কে এই শিব প্রলয়
কে নাসিবে এ অসুর বংশ চন্ডিকা রুপে?
আরব কন্যার জীবন বাচাতে
আসিবে কে বল
আবার সর্ব শেষ হয়ে?
নাকি জীবন এবার জীবন নয়?
অন্যায় এবার অন্যায় নয়?
পশু নয় পশুর আপন ব্যবহারে?
নিশ্চিদ্র হরিণ প্রহরায়
ভেজা বাঘ খাচ্ছে হরিণীর শাবকেরে,
ঘুমিয়ে আছে মক্কা, ঘুমিয়ে আছে ব্রন্দাবন
ঘুমিয়ে আছে পোপ আর ভ্যাটিকান।
ধর্মের ভেদে মানুষ যজ্ঞ
অধর্মের অভিযান ।
ভাল থেক দুনিয়া ,
ভাল থেক জগত বাসী
থাকুক ভাল আরব কিং এর সম্মান।
নরক যদিও হোক এবার
প্রাণের প্যালেস্টাইন।
মানুষের প্যালেস্টাইন