চোখের জল তোমার জন্যে উপহার
বেদনায় ক্লান্ত নিস্তেজ হৃদয় মোমবাতি
তোমার নামে জ্বালিয়ে রেখেছি,
রেখেছি নানান স্মৃতি
কল্পনা ভাবনার আলমিরাতে।
বইয়ের পাতার মত
উল্টিয়ে যখন দেখি ,
কিছুই লেখা নেই তাতে।
কিছুই নেই চোখের সম্মুখে ভাসি।
চিন্তন বেহালায় জমে গেছে করুন সুর
নিদারুন পরিবেশ দেখি ।
শোক কাব্য লেখা হয়ে গেল
মরে গেল সব দেব গণ এক সাথে,
বরফ হয়ে গেল সব অক্সিজেন
বেজে উঠল সাইরেন
নেচে উঠল কল্লোলিত নদী।
গ্রাসিল নালার জল জগত পাশ।
কে পারুল কে মনরানী?
মন তবুও দেবদাস ।
দেবদাস।
মনরানী।