কোথায়ও কোন প্রাণ নেই ,
কোথায়ও নেই কোন তরংগ
ধবল বৃষ্টি খেয়েছে চারপাশ
হৃদয় করিয়া উলংগ।

ফেলে দিয়েছ চিন্তন পথ
জ্বানালার বাহির করি ,
উড়িবার মত পাখা মন
তুলেছি চিতায়
আকাশ ব্যথা ভরি ।

নেমে গেছে গোধুলি আমার
সকালের প্রারম্ভে,
চলে গেছে হরিনী আমার
দৃষ্টির সীমানা ফেলে।

এমন ভাদ্র তালের শরত মদন কালে
আসিল কেমনে বৈশাখি ঝড়?
আসিল কেমনে শত শত ড্রোন আক্রমন?
আসিল কেমনে প্যালেস্টাইন ?
কেমনে বসিল ব্রহ্মা
আত্মা হীন জড় জীব বানাবারে?
এমনকি হবার দৃশ্য ছিল
আসরের আসরে?
এমনকি কথা ছিল
পুথির সুচনা ভরে?

না কিছুই ছিল না।
ছিল না বিদায় সানাই।
ছিল না অশ্রু রাশির বর্ষা কদম।
ছিল না মন ভরা কলসীর নোনা জল।
তাহলে কেন আজ হল এমন?