নিশ্চিদ্র পাহারায় পটল তুলার সমাধি আয়োজন...
চলছে চমৎকার নির্বাচনী ভঙ্গিমায়।
মুজিবের দেশে মুজিবের আদর্শতেই যে বাঁচি
এক হীন দেহেও বীর প্রাণ নিয়ে।
তথাপি হঠাৎ একি শুনি চারদিকে...


পচন যে ধরেছে মুজিবের ওই ভাস্কর্যে...
চোখ গুলো ভ্রমের চিত্রকে নাম দিচ্ছে স্বপ্ন।
হাতটা কাপছে অসীম কম্পনে
বয়সের ভার যে রেখেছে চিহ্ন শক্তিতে।
তামাকের নেশায় আজ তার তন্দ্রাচ্ছন্ন আখি
দেখছে আসরের ফুল কর্ম স্রোতে।
দেশ শাসন নয় , দেশ তোষনের দাড়িপাল্লা যে
নিয়েছে তাই হাতে।
মুজিবের ভাস্কর্য সত্যি হয়েছে পুরুনো
পাথরের মূর্তি অবয়বে।
আদর্শের নামে হয়ে গেছে মিশ্রিত রাজাকারের মুখে..
আজ খুনিও জয় বাংলা বলে খুন করে ম্যারাথনে..
ধর্ষকও জয় বাংলা বলে ধর্ষনের চরিত্রায়নে।
মুজিব তুমি সত্যি-ই বৃদ্ধ সময়ের ব্যবধানে
স্রোতের আধারে স্রোত নেমেছে তোঁমাকে গ্রাসিবারে।