এই দেশে
বালুর দেশের মানুষের বড়ই সম্মান ও আদর্শনীয়।
পথে ঘাটে , হাটে মাঠে সর্ব স্থানে
মরুভুমির খেজুরের বড়ই লম্বা শ্রদ্ধা।
মাথায় টুপির বিশ্বাসের অলৌকিক কারবারের সাথে
দেহের আলকাল্লা আলমারিতে কী প্রশংসনীয় অভ্যাস!
এমন কোন পঙ্কিল উৎফল নেই যে
উনারা তা ফোটান না তাদের কর্ম সরোবরে।


যত সব অন্যায় অত্যাচার জন্ম নেয়
মানুষের আলস্যময় সহজকামী মনে।
যতসব সহজলভ্য অসততা গড়ে উঠে
বিবেকহীন প্রাণে;
যাচ্ছেতাই বাধন হীন শিয়াল কুকুর ব্যবহারে
সিংহ মনস্কতা।
ততই তাদের
পথে ঘাটে আলয়হীন বিড়ালের মৎসলোভী হৃদয়,
মগের মল্লুক কামনায় কী সুন্দর স্বভাব
বিশ্বাসের শিক্ষায়/


বস্তাভর্তি শিশু চাই অর্থের বৃক্ষ রোপনে...!
কসাই খানার রাজ্য চাই
কর্মহীন দেহে!
এইসব আলোড়ন জাগানু
মুমিনের পোশাকে, ব্যবহারে;
তেলের দেশের মানুষগুলি বাচঁতে চায়
তেল পাবার  সকল জগন্য কর্ম আশে
এই প্যারিস পরিবেশে।


26/06/17
Paris