কী অভিনব !! কী ভয়ংকর ধর্মীয়!!!
সুন্নতি পন্থায় ওহে জান্নাত লোভী কীট
রক্ত মাংসের মানব দেহ নিয়ে
মনুষ্যত্বেই তোদের এত ক্রোধ?
এত হিংস্বা এত শত্রুতা মানবতার সাথে?
কী এমন খাবার খেয়েছিস ওই পুস্তক হতে?
কী এমন প্রেম দেখেছিস ওই শয়তানী জ্ঞানে?


মানুষের মাঝে কি নেই তোদের খোদা?
আত্মার মাঝে কি নেই তোদের নামায রোজা?
প্রাণের স্পন্দনে পাস কি না ওই বেহেস্তের বেহেস্ত?
সভ্যতার সামান্য আলোকও কি পাসনি
খুজে তোদের
বিশ্বাস মাঝে?


তোরা গতকাল ধার্মিক ছিলি
তোদের পেছনে ছিল টুপি, বিশ্বাসী সমাজ
আর ধর্মীয় অনুভুতি।
তোদের গায়ে মাখা আতরের একটা পরিচয় ছিল
ছিল রসুনের বোটার মত এক আসন ,
এক উম্মার একই পরিচয়।


জানি আজ তোরা
গতকালের পিতা থেকে ত্যাজ্য পুত্র হবি।
মাতা থেকে অস্বীকার
আর তোদের টুপি দাড়ি থেকে পাবি
স্বম্পর্ক চ্ছেদের লম্বা গলার চিৎকার।
কিন্তু তোরা কী জানিস
আমরা এখনো তোদের মাথার টুপি দেখছি আশেপাশে..
ঠিক তোদের কপালের কালো চিহ্নে
তোদের সমাজের প্রেম ভালবাসার
একত্রিত ভ্রাতৃত্ব বোধ আয়োজনে।
যারা তোদের গতকাল ধার্মিক বলেছিল
ধরেছিল বাক যুদ্ধ তোদের হয়ে দেশে বা বিদেশে।
যারা তোদের আদর্শেই আদর্শিত হয়ে
সাজাতে চায় তোদের গতকালের মস্তিস্ক চিত্রে।


আমরা তাদের মাঝেও আতরের গন্ধ পাচ্ছি
যে আতর এখনও লেগে আছে তোর গায়ে।
যে আতরে আতরে তোরা আজ এসেছিস সম্মুখে।


ধিক তোদের ওহে কীট
সম ধিক মোদের তরে।
একই আকাশ তলে করছি বাস আজও
তোদের চিনেও না চিনে।