আজ কবিতা লিখতে আসি নি,,,
আসি নি গানও  শুনাতে।
আসি নি পথসভা বা গোলটেবিলের
চায়ের কাপে কথার ঝড় তুলতে।
আমি আজ আসি নি প্ল্যাকার্ড  নিয়ে
রাজনীতির স্লোগান দিতে।
মঞ্চে দাড়িয়ে অনর্গল মুখস্থ ভাষণে
দিক বিদিক কাঁপাতে।
আমি আসি নি আজ পত্রিকা ভরে
সাংবাদিকতার কলমে খুঁচিয়ে খুঁচিয়ে  
কারো বিষাদ সিন্ধুর ছবি আঁকতে ।
আমি আসি নি ধর্মের পতাকা নিয়ে
হাতের উপর অজুহাতের বয়ান শুনাতে।
আমি আসি নি পুলিশের সন্দেহের চোখে
এদিক সেদিক তাকাতে।
আসি নি অভিনেতা বা অভিনেত্রী হয়ে
পর্দা সিনেমা থিয়েটার কাদাতে।
আমি আসি নি কোন ঔপন্যাসিক্ হয়ে
পাতার পর পাতা লিখতে।
আসি নি আমি,,,
হ্যা, হ্যা, হ্যা আমি আসি নি
আমি আসি নি
কোন উপস্থাপক হয়ে ক্রাইম পেট্রলে পেট্রলে
রমরমা ব্যবসা করতে।


আমি এসেছি,লজ্জায় ঘৃনায়, অপমানে,
মাথার চুল ফেলে দিয়ে, মুখে চুন কালি মেখে;
আমি এসেছি আপনার কান ধরে ধরে,,,
এসেছি একটি দাবি  নিয়ে ,,,
যে দাবিটি তোলে দিয়েছে
এ দিন কিবা রাত; আমার হাতে।
আমি যে পারছি না আর পুরুষ হয়ে বাচতে!!!
কখনো ঘরে,কখনো বাইরে,
কখনো পবিত্রতায় কখনো অপবিত্রে।
আমি যে কেবলি এক
পুরুষ! পুরুষ!! আর পুরুষ!!!
নগ্ন পুরুষ!!
তাই
যৌনাঙ্গ আমার কেটে নাও
হ্যা ধরত্রী,
তবু মুক্তি দাও আমার এই পরিচয় হতে।
আমি যে ধর্ষক জাতি
গোপনে বা প্রকাশ্যে।
--------------------------------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস।