কেউ যদি দোযখ দেখতে চায়,,,,
দেখতে চায় পশুত্ব পরিচয়?
তাহলে তাকে  ভোটাভুটির রাজনীতি দেখাও
মৌলানার রাতভর লোমহর্ষক বয়ান শুনাও,
শুনাও ভিন্ন ধর্মে আর নারীত্বে গালাগালি।
তারে তুমি মাদ্রাসার ছাত্রের ধর্ষিত হবার কথা শুনাও।
গণিমতি মালের ব্যবহার শুনাও
ইনোসেন্ট আর নন- ইনোসেন্টের বিচারভার নিয়ে
দেখাও চা- পাতির নির্বিচার ব্যবহার।


তারে তুমি ধর্মের নামে আস্পর্ধা দেখাও
দেখাও কীভাবে হয় কতল, সমালোচনা।
তারে তুমি হুমায়ুন আজাদের গল্প শুনাও
তসলিমার চোখের জল দেখাও,
দেখাও অভিজিৎ হতে
আজকের রাস্তায় তরতাজা জবাই।


তারে তুমি বোবা, অন্ধ ভদ্র প্রতিবেশিকে দেখাও
যে বোকাহারামের হারামিতে হারিয়েছে জবান!
যে সিরিয়ার পশুত্ব রুপে পরেছে ঘোমটা
যে রাত দিন লাদেনের লেজ খোঁজে  
পশ্চিমের গোয়াল ঘরে।
যে সর্বদা হিহুদিপোবিয়া বিশ্বাস করে
করে প্রার্থনা,মানবের দেহ কতলে!


কেউ যদি পিশাচ দেখতে চায়
তারে তুমি নোয়াখালির দাঙ্গা দেখাও।
পাঠিয়ে দাও ধার্মিক হতে
ওই বয়ানস্বর্বস্য ধর্মওয়ালার কাছে।
মাইরি বলছি,
নির্বাস ইসলামের বীজ
দেহে না হোক
মনে নিয়ে সে আসবেই ফিরে।
আসবেই সে অজানায় ভয় নিয়ে
বিশ্বাসের শিকার হয়ে।
লোভে আর অন্ধত্বে।
কেউ যদি দোযখ দেখতে চায়,,,,
দেখতে চায় পশুত্ব পরিচয়?


দেখিয়ে দাও তাকে।