বেশ অন্ধকারে মনকে ছুবিয়ে
মাখা মাখা খাসীর ভুনার মত
সাজালে আপনার সম্মুখে।
তুলে তুলে প্রচারনার মনের কোষ্ঠকাঠিন্য অভ্যাসে বললে সমস্বরে বাতাস কাপিয়ে।
এ দেশে মূর্তির স্থান নেই
নেই পৌত্তলিক বিশ্বাসের সকল সংস্কৃতি কারুকায।
এ দেশে আমি ভিন্ন তুমি নেই
নেই ভিন্ন মতে শ্রদ্ধা ভালবাসার অভিলাষ।


এ দেশ গণহত্যার, এ দেশ রামুর দাবানলের
এ দেশ সাওতালের আত্মহননের,
পূর্নিমা শীলের  দেহ ভোজনের।
এ দেশ পূজার বাছুর তনুর উৎসবের,
নাসিরনগরের কান্নার স্রোতের,
পুরোহিতের দ্বিখন্ডিত মস্তকের।
এ দেশ সাতকানিয়ার এগার মালোয়ানের
নারায়ণগঞ্জের হিন্দু শিক্ষকের,
বাশখালি, যশোরের মালো পরিবারের...
এ দেশ বানিয়াচংয়ের গৃহবধুর
সিদুর শাখার সম্মুখে লজ্জ্বা লুটের..
এ দেশ লংগদুর জনপদে
নারী,শিশু নির্বিচারে
জানোয়ার চিত্তে আক্রমনের।


এ দেশে মূর্তি ভাঙ্গা এক উৎসব...
অপরের বিশ্বাসে গালি গালাজ আর জিঙ্গাসা
এক আচার।
এ দেশ কেবল আমার ,
সংখ্যার ব্যবধানে যে যত উপরে ।
নিচে থাকিয়া এই তৃণজাত সকল
থাকতেই হবে পায়ের অত্যাচারে।।