সবাই যাচ্ছে জান্নাতে
বলেছে জান্নাতের ছুয়ায় বদল হবে দিন
বদল হবে রাত কিবা বিশ্বাস।


হলো তাই!
মনুষ্য নিধনে নেমেছে জান্নাতিরা।
ধর্মের কাছে পরাজিত হচ্ছে ঈশ্বর।
ধর্মের কাছে পরাজিত মানবতা!
সেই পরাজয়ের চিত্রে দেখেছি
মানবতার রক্তে রঞ্জিত হয়ে অট্টহাসি নিরাকারের।
আপনাকে বড় করতে গিয়ে
ছোটই করল সন্ত্রাসের অত্যাচারে।
হীনমন্যতা, উদারহীন শূন্য
যে হতে পারে না সমগ্র জীবের।
ভেদবিভেদে বিভক্ত করে মনুষ্য দিল
যে শুধু মঙ্গল চায় আপনার উম্মার।
সে শুন্য সত্যি ই শুন্য মাখাল কল্পনা সর্বস্থানে।
তার কোন রূপই নেই দৃশ্য বা অদৃশ্যে।
যে হারতে জানে না মানবতার কাছে,,
যে জিততে চায় সর্বস্থানে,সর্বসময়ে
যে প্রেম নয় ঘৃণা জাগিয়ে দেয় ভিন্ন মতে,,
যে এক ছাতায় বাস করাতে পারে না
সর্ব জীবে,,,
সে মিথ্যুক হতে পারে, প্রবঞ্চক হতে পারে
নিরাকার ঈশ্বর কভু নহে।