বেদনার পুঞ্জিভূত ঠিকানায় সদাই উদ্দীপক;বাংলাদেশ /
শত সহস্র সাধনায় , বেদনার সঞ্চারী পটিয়সী নৃত্যে;
একেবারেই ষোলকলা।
সমস্যা হীনতাই এক সমস্যাকরনে মগ্ন;
উৎসাহী জনপদ,
সমস্যার তল্লাসে সদা করে সমস্যার সাধনা।


বাচিয়া থাকিয়া মরিতে চাহে
মরিতে মরিতে বাচিতে চাহে,
এ যে সত্যি এক অদ্ভুত বোধহীন জমানা।
হাসাতে কভু নাহি জানে, কাদাতে তবু নাহি ছাড়ে
বিচারকের নামে যায়, বিচার কাজ করিয়া।
ঘরে ঘরে টুপির তলে,সাপ বাড়ে মর্ম রোগে;
ধর্ম রোগে ধর্ম ছাড়ি ,পশুত্ব নেয় কিনিয়া।
ধর্ষিত হয়ে আপনার লিঙ্গ চুষিয়া
বিচার পায় অপরের লিঙ্গ কাটিয়া ।


হেথায় জান্নাতের লোভে শয়তানি দিলে;সর্বদা,
ছলা কলার কাঠিতে , বাজে বেশ মিথ্যের বাজনা।
শুন্যের নামে পূণ্যের দরে ,অবিচল চিত্তে;
রাকেশ রয় উপাখ্যান জায়েজ হয়....
ধর্ম প্রতারণার  প্রবৃত্তে।