অদ্ভুত উড়ন্ত উড়ন্ত পাখির ডানার মত
সেজে আছে নগরী;
ঘরের বৌ যেন নাঙ্গা হয়ে কেবল গোসল করে
কাপড় পড়ছে পাহাড়ের গা ঘেসে।
একটু দুষ্টমি করে
অসভ্যতার ঘাস খেয়ে আদর করতে
মন যে চায় পর বধু ভেবে।

ইচ্ছে করে ঈগল পাখির মত
সবকিছু তছনছ করে দিয়ে
একটু বাসা বাধি তার মাঝে।
সভ্যতার শিক্ষায় শিক্ষায় যত সব
কুশিক্ষা আছে জমে
তাই দিয়ে হরণ করি তারে।
নিজের ভোগের বিছানায় ,
বসিয়ে রাখি তারে কেবল সুন্দরতম করে।


এমন স্প্যানিস নগরী যদি থাকে চোখের সম্মুখে..
সাধুতার মনটা ডাকাত হতেই টানে।