মত্যুর স্রোতে প্রবাহ প্রাণের পর প্রাণ অতিনিয়মিত...


যে মৃত্যু আসে না দুয়ারে,
যে মৃত্যু চিনে না পথ
তাকেই ডাকিয়া আনিয়া,
পথ দেখাতে চরম ব্যতিব্যস্ত এই বঙ্গ সভ্যতা।
আলিঙ্গন করিতে নয় করাতে কাহারো তরে
উন্মাদ বস্তি চিন্তা রচিছে
আপনার বাসর মৃত্যু সঙ্গমে।
বিশ্বাসের ব্যবধানে যে মৃত্যু উপহার
জাগে বিশ্বাসীর প্রাণে...
তাই আজ জাগিয়া বসিছে প্রকৃতির আহত মনে।
সংখ্যালঘুর মত অত্যাচারিত পাহাড় , মাথা নুইয়ে ধসিয়া পড়েছে সংখ্যাগরিষ্ট সমতল ভুমে।
অমনি উঠেছে মৃত্যুর জয়ধ্বনি লাল নিশানে
আঘাতে আঘাতে যে ভালবাসা , যে সসস্ত্র আদর দিয়েছিলে প্রকৃতিরে...
আয়না বদনে তাহাই দিচ্ছে ফেরত চক্রবৃদ্ধিহারে
শুধু বিপরীত বিশ্বাস আর বিপরীত অবস্থানে।