দূরের আলোটা তুমি নিয়েছিলে
কাছের অন্ধকার করেছিলে মোরে দান।
বলেছিল স্বপ্ন পুরীতে বাস করব একসাথে
আজ তুমি থাক না একা একা।
ঈশ্বরের সংবিধান দেখিয়ে দিয়েছিল তার বিশুদ্ধ যুক্তি।


পাশের অনলে না মিলিলে দেখা ,
মিলবে ওই বরফ পাহাড়ের নিচে।
আমি বসেছিলাম অনলের সম্মুখে,
পুড়া মাংসে খুন হল সভ্যতা ;
তবুও যে তোমার দেখানু স্বপ্ন
শহরে বন্দরে, গ্রামে গঞ্জে বিশ্বাস হয়েই ঝুলে।


মিলনের তাগিধে অগ্নি স্বাক্ষি
জ্বালাও পুড়াও অবরোধ অনল চারদিকে।
ভোটের রেডিও তে রোমান্টিক গান বাজল অতপর..
সেথায় নতুন নায়িকার সাথে তোমার
দারুন কেমেস্ট্রি..
বিরহের বিচ্ছেদ পালায় কেবল
আমি হলাম তোমার পর।
জনগন নামে গনতন্ত্রের এটাই নাকি উৎকৃষ্ট আদর।


কোথাও অন্ধকারে রেখে
মুখে চুমুর পরকিয়া বাতিঘর।
শীতল হাওয়ার তরে
উষ্ণ বায়ুতে রেখে
লীলা খেলা জনম ভর।