রক্তিম লাল সূর্য চাদর ডুবেছে সাগর আস্তিনে
করছি সফর মিলছে নজর জমছে সুরা আস্তিনে
পৌষের পর ফাগুন এলো গোলাপ বকুল শুকিয়ে গেলো
পর্ণ মোচির সবুজ শিরা হচ্ছে হলুদ আস্তিনে।।

(বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮ ভাদ্র ১৪২৭, ১৩ মুহাররম ১৪৪২ হিজরী)

Rubai-15
The sun will dry up set in the west
Year after year nowhere to rest
spring has come after autumn's go
Green leaves vein slowly to yellow.

(***এটি হচ্ছে আমার মূল ইংরেজি রুবাই, উপরের টা ইংরেজী রুবাইয়ের বাংলা ভাবানুবাদ। ইংরেজী ভার্সন আর বাংলা ভাবানুবাদ দুটোই আমি আমার প্রিয় কবি বন্ধু রুবাই প্রেমিক, ইফতেখার আহমেদ মার্শালকে উৎসর্গ করলাম।***)