কি অদ্ভুত, টানা টানা দুই চোখ
সরল শুভ্র, আঙ্গুলে তার নখ
হাসির শব্দে চুরমার অভিযোগ
পদক্ষেপে ঝর্ণার সংযোগ
মসৃণ চুলে, চমকায় সিল্ক রোড;


সুন্দরবন তার কথা বলে যায়
একটু একটু চেয়ে থাকা মমতায়
চাঁদের আলো কাঞ্চন জঙ্ঘায়
সূর্য অস্ত প্রশান্তি ফিরে পায়
কদম ফুলের প্রান্তিক সন্ধ্যায়;


কাঁচের ঘরে, সুখ হয় সঞ্চিত
দিনগুলো রয় সচ্ছলে রক্ষিত
শহরে নিওন চুম্বক সজ্জিত
নিশ্চুপ কথা, কম্পনে দুঃখিত
তোমার রেখেছি অন্তরে অগণিত;


সময়ের গতি ব্যস্ত চক্রাকারে
ভুলেই গ্যাছো কোনদিন সম্ভারে
প্রাচুর্যতার ভূমধ্য সাগরে
কাব্য কথায় এ্যান্দিজ ব্যবহারে
জন্মদিনের প্রশান্ত জলাধারে;


তোমার জন্য বিত্ত আকাশ নীল
কেওকারাডং, হিমালয় এপ্রিল
অভিনন্দনে, কেটে যায় কালবেলা
আমার সময় কল্পনাতেই তার
হৃদয় ছুঁয়ে বসন্তে বারেবার।।


(শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ০৯ বৈশাখ ১৪২৯, ২০ রমজান ১৪৪৩ হিজরী)


<এ্যান্দিজ=ল্যাটিন এ্যামেরিকান পর্বতমালার নাম>