এই যেমন গোধূলি, বিদায়ের চিঠি লিখে
নিশ্চুপ জলে মাখে কৃষ্ণচূড়ার রঙ;
কুয়াশার জাল কেটে ক্লান্ত দেহে উড়ে যায়
সাদা বক - আমার দৃষ্টি জুড়ে মুগ্ধতা লেগে থাকে।


এই যেমন, সন্ধ্যের উত্তাল হাওয়ায় -
ভেসে আসে পাখিদের খুনসুটি;
উঠোনে দাঁড়ানো তোমার এলো চুলে নামে ঝড়
তুমি আনমনে হাঁটো, উদাসীন দৃষ্টি ফেলে।
আমি মুগ্ধতার তৃপ্তিতে বিভোর হয়ে থাকি।


এই যেমন, শিশির ভেজা ঘাসে লেগে থাকে
সূর্যের নরম স্নেহ,
শিরিষের স্নিগ্ধ ছায়ায় নেমে আসে উদাসীন দুপুর।
পুকুরপাড়ে ক্লান্তিহীন ঘুঘুর ডাক আর
নীল ওড়না জড়িয়ে মেঠোপথ ধরে হেঁটে আসো তুমি।


তুমি মূলত দুর্বোধ্য প্রকৃতি, পূর্ণামৃতা;
আর আমি চিরায়ত প্রকৃতি প্রেমিক।
.
প্রকৃতি ও পূর্ণামৃতা
২৫/০৭/১৭