বিষণ্ণ বিকেল;
ম্লান হয়ে আসে রোদ্দুর,
বুকের কপাট খুলে ফেলে দেয়া কিছু বিশুদ্ধ প্রহর-
ঠোঁটে নিয়ে শুভ্র ডানায় ভাসে শঙ্খচিল।
একবিন্দু উদাসীনতা চোখে মেখে
হাত বাড়িয়ে স্পর্শ করি ধ্রুপদী বিষাদ।
.
চারপাশটা জুড়ে সুবিশাল রিক্ততা
কি যেন একটা নেই।
পায়ের স্পর্শে নুয়ে পড়ে লজ্জাবতীর শাখা
ঠিক যেন তোমার আলগা কেশের লাজ-
নীল ওড়নায় আড়াল খোঁজে।
সেদিন জীবন সমুদ্রে বিধ্বস্ত আমার কাছে
ভেসে থাকার একটুকরো কাঠও ছিল না।
তোমায় টানতে গিয়ে নিজের কাছে-
পরাজিত হয়ে থমকে গেছি সহস্রবার।
.
তারপর কেটে গেছে মহাকাল।
এখন আমার পায়ের নিচে নরম মাটি।
পরিশ্রান্ত তৃষাতুর আঁখি তোমার শহরের
অলিগলি জুড়ে আঁকে আমার নিরিবিলি পদচিহ্ন।
.
পূর্ণামৃতা,
তোমায় ছাড়া তোমার শহর ভীষণ ফাঁকা
ম্লান হয়ে থাকে ল্যাম্পপোস্ট আর আলোক-বাতি,
তুমি এখন অন্যকারো বসুন্ধরা, ভোরের শিশির,
নীল জোছনা, মন খারাপের চিরসাথী।।
.
০৬/১২/১৬