কেমন আছে কপাল জুড়ে
আছড়ে পড়া চুল,
এক গোধূলির রঙ মেশানো
মায়াবী নাকফুল।
.
কেমন আছে চিবুকের ঐ
একলা কালো তিল,
টলমটল লজ্জামাখা
হরিণ চোখের ঝিল।
.
কেমন আছে পায়ের নূপুর
ঘুম উড়ানো বাঁশি,
ঠোঁটের ফাকে লেগে থাকা
ঝলমলে হাসি।
.
কেমন আছে পদ্মপুকুর
অথৈ কালো পানি,
আকাশ পরির স্পর্শ মাখা
নীল ওড়না খানি।
.
কেমন আছে ডায়েরীটাতে
আবেগী শহর,
খুব যতনে আগলে রাখা
টিপ গুলোরে তোর।
.
কেমন আছে তোর টেবিলে
প্রিয় ফ্রেমের কাঁচ,
উঠোন-কোণে দাঁড়িয়ে থাকা
শিউলি ফুলের গাছ।
.
কেমন আছে নকশা আঁকা
প্রিয় চায়ের কাপ,
মৌনতার শহর ভাঙ্গা
টুকরো আলাপ।
.
কেমন আছে দুহাত জুড়ে
রঙিন কাঁচের চুড়ি,
মাথার কাছে ঘুম ভাঙানো
তোর সে এলার্ম ঘড়ি।
.
কেমন আছে পুকুর পাড়ের
সব ক'টা ঘাস ফুল,
আলগোছে তোর তুলে রাখা
ভাঙ্গা কানের দুল।
.
কেমন আছে তোর বাগানের
সদ্য ফোটা জুঁই,
সত্যি করে বলনা আমায়
কেমন আছিস তুই।।
.
.
২৭/১২/১৬