বালির প্রাসাদ (চতুর্দশপদী কবিতা)


    - সনজয় বিশ্বাস শান্ত


তটিনীর বুকে যবে জেগেছিল চর,
ভীষণ খুশিতে ভরে ছিল মোর মন
চরে তাই আনাগুনা হত সারাক্ষণ
চরে গেলে কেটে যেত মনের বিষাদ।


বালি নিয়ে খেলা ছিল চরেতে আমার
রোদে পুড়ে বালুচরে সারা দিনমান,
ভেজা ভেজা বালি দিয়ে মনের মতন
গড়লাম অপরুপ বালির প্রাসাদ।


নদীচরে বসে আছি এমন সময়
ঢেউ তুলে নদী দিয়ে জলযান গেল
সে ঢেউয়ে প্রাসাদটা ভেঙ্গে গেল হায়
মনে তাই খুব করে ক্ষোভ জমা হল।
স্বপ্নে দেখি প্রাসাদটা আছে সেই চরে,
প্রাসাদটা জুড়ে এক পরী বাস করে।।


মিল বিন্যাস
_ _ _ _ _ _ _ _
কখখগ - কখখগ ঘঙঘঙ চচ।