প্রাতঘুমে তুমি রোজ লীন হয়ে থাকো;
আর নিস্পাপ ঐ মুখে আলো ফেলে ভোর।
মায়াবতী ওই চোখে, খোঁজটা কি রাখো
এক ছেলে সেই কবে হয়েছে বিভোর?


তুমি কি ভেবেছো কোনো ঘোর অবেলায়-
কতদিন দেখে নি সে ওই প্রিয় মুখ,
কতকাল ভুগছে সে তুমিহীনতায়?
খোঁজ নিয়ে দেখো তার ভীষণ অসুখ।


রাতের আধার ঠেলে জেগেছে যে চাঁদ
সেও জানে তার বুকে জমে আছে মেঘ
তুমি শুধু জানলে না তুমুল বিষাদ—
কতখানি অনুভূতি কতটা আবেগ।
তুমি জানো শহরটা ভীষণ রঙিন;
জেনেছ কিভাবে কাটে তার রাত দিন?


(কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ)