আমার আকাশ মেঘলা ভীষণ ধূসর রঙের ঢেউ,
তুই যেন কোন জোছনা রাতের নীল পরীদের কেউ।
খুব নিশ্চুপ শহর আমার মৌনতাদের ঢল,
মায়াবিনী তুই স্নিগ্ধ প্রদোষ গোধূলির কোলাহল।
চোখে প্রাতঘুম হয়নি কখনো শিশিরের জলে স্নান,
ঘাসফুল তুই উঠোনে রে তোর শিউলি ফুলের ঘ্রাণ।
নির্ঘুম চলে গল্প আমার অমাবশ্যার সাথে,
চোখ জুড়ে তুই জোছনা মাখিস প্রতি পূর্ণিমা রাতে।
আমার পৃথিবী বিবর্ণ খুব ধূসর রঙে ঢাকা
অথচ তোর ঐ শাড়ির আচল, প্রজাপতি রঙ মাখা।
এখানে শুধুই  শূন্যতা হায় নির্ঝরিনীর বাঁকে,
শুনেছি তোর ঐ নীল দীঘি রোজ শত কুমুদিনী আঁকে।
চারপাশে মোর ঘোর কুহেলিকা শতেক বিষাদ মেশা
চোখের সমুদ্র তৃষাতুর খুব, বিবর্ণ ভালোবাসা।
মনের ভেতর ধূলো পড়া স্মৃতি মুঠোভরা পিছুটান,
চোখের ওপাশে মিথ্যে স্বপ্ন বোধহীন অভিমান।
অপূর্ণতার জলে ডুবে গেছে জীবনের বালুচর,
ঠাঁই চাই আমি হাত বাড়া তুই, প্রয়োজন খুব তোর।
মনভুলে তুই পায়ের চিহ্ন এঁকে দিলে একবার,
জংধরা মোর পৃথিবীটা পাবে পূর্ণতা আবার।