তুমি এলে আমি যাবো
না এলে কি হবে বুঝিনা,
বৈশাখী বহ্নি শ্রাবণে জুড়াবো
সঙ্গীতে বাজাবো রুদ্রবীণা!০১


রাণীর গতি কাছে এসো
এসো না তাড়াতাড়ি,
চেতনার ঘুমে একটু হেসো  
ঘুমের ঘোরে তোমার আড়ি!০২


এক পা দুই পা করে
ঘুমের পাখীরা এগোয়,
গাছের পাতায় বৃষ্টি ঝরে
ছায়াগুলো জোছনা ছোঁয়!০৩


সন্ধ্যায় যাবো ঘুমের দেশে
রাতে খুঁজি দুর্বৃত্ত,
অবেলায় তুমি দাঁড়াবে হেসে
সঞ্চয় বাড়াবে অশান্ত চিত্ত!০৪


দিনে দিনে মাস কাটে
তবু তো এলে না সখী,
জীবন অন্ধ বেগবান হাঁটে
সাথী হলো রাতের পাখী!০৫


যত আবোল তাবোল গন্ডগোল
তবু রাত্রি ঘুমায় পাশে,
বনে বনে ওঠে হিল্লোল
রবিরাগ ফোটে ভোরের আকাশে!০৬