সূর্যটা ধীরে ধীরে অস্তমিত হচ্ছে  
অন্ধকার পরশ বুলাচ্ছে দিনের শেষ ভাগে ।
চারপাশ নিস্তব্ধতায় মিশে গেছে
থেমে গেছে দিনের ব্যস্ত কোলাহল
ছেলেদের দুরন্ত ছুটে চলাচল ।
খেলার মাঠের দ্বৈরথ থেমে গেছে  
পশ্চিম আকাশ রংধনুর সুভায় সুভীত ।  
ক্লান্ত পাখি পাড়ি দিয়ে অক্লান্ত পরিশ্রমী পথ  
ফিরছে সবুজ পাতায় ঘেরা ছোট্ট বাসায়,
দলগত কিচির মিচির শব্দে চারিদিক করছে মোহময় ।
আলোড়িত হচ্ছে আলো নিভু নিভু সন্ধ্যা
দিন শেষে শান্তির আনন্দ, বিশ্রামের আনন্দ,
সবার সাথে একাত্ত হবার আনন্দ ।
চারিদিকে নিস্তব্ধ নিরবতা !!!  
অট্টালিকায় কৃত্তিম আলোর বিচ্ছুরণ
সান্ধ্য তারার উদগীরণ আকাশের বুকে ।
আস্তে আস্তে থেমে যাচ্ছে রাজ পথের চাকা
প্রতীক্ষার একটি রাত, তোমার সাথে হবে কথা ।    
সান্ধ্য শান্তির শানিত শক্তিতে চারিদিক নিস্তিব্ধ ।
ডুপ্লেক্সের ছাদে বসে নিরবে আমি একা
সখী কখন হবে ঐ  চাঁদের দেখা ।  
চারিদিকে নিস্তব্ধ নিরবতা !!! নিবির নিরবতা !!!  


২৭/১১/২০১৫ ইংরেজি ।