অকিঞ্চন শব্দ কিছু আত্মঘাতী ট্রামের চাকায়
আরক্ত চোখে সম্মতি ছিল...নির্দ্বিধায়


তোর কাঁধ ছুঁয়ে যে রাত্রি নামে
তার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে থাকে
আমার ডুবুরি আকাঙ্খারা...
সুগন্ধী উপত্যকায় কুয়াশারা হারানো রোদ্দুর খোঁজে
এক চিলতে রোদ্দুর, আর--
                                পলাতক ঠোঁট!


দাহ্য কবিতারা হিমঘর খোঁজে--
পরে থাকে শার্টের কলারে মর্গের অস্পৃশ্যতা।