কুমারসম্ভবের সম্ভাবনাকে বন্ধ্যা হতে শিখিয়েছিলে।
কবি মানেই আজগুবি ভুল?


উৎসমুখ উন্মুখ ছিল উদ্দাম স্বাধীনতায়।
নীলের স্রোতে খড়কুটো তোমার দু-চারটে সাবধানী ঠিক---বেপরোয়া
ভুলের সাহসে সতর্কতা, আচম্বিতে!


তবু জেনো---
কবিতা মানে আজও
অভ্রান্ত ভুল!