পালতোলা নৌকোর মত হলুদ রোদ্দুরের বাঁকে
বাঁকে তোমার নীলাভতম চলার নির্জন প্রান্তে আছে
যত সম্ভাবনাময় তীর অথবা ইচ্ছা ঝাঁকে ঝাঁকে---
তাদের নিরবধি বন্ধক রেখেছি ইচ্ছামতীর কাছে!


ইছামতীর মাতাল নাবিক পথ ভুলেই যদি
হয় দিশেহারা, দারুণ ঝঞ্ঝাক্ষুব্ধ টালমাটাল নৌকো
ডুবিয়ে আরও গভীরপ্রবেশে উত্তাল হয় নদী---
জেনো ইচ্ছাবুকে বাঁধা তোমার আমার আশরীর সাঁকো...!


প্রকাশিত
মাসিক কবিতাপত্র
৩১ বৈশাখ, ১৪২১
কলকাতা