* মনমর্মরে গুঞ্জরী যেন                  
       পুষ্প স্ফুটিত বন                      
আজ নারীর সুষমায় উপেক্ষিত আমি        
    এই নিশিতে নিরাজন।                    
  শুনি বলিষ্ঠ হৃদে জাগরণি নারী প্রেম
       আর্তনাদের জয়শ্রীর,                  
দেখি বক্ষস্থে ইন্দ্রল, অভিমানে কোন্দল
       ভালবাসাতে পুড়ে ছাই            
           পবিত্র নতশির।              
মনমর্মরে গুঞ্জরী ভালবাসায় পূজারী    
          ষষ্ঠীতে জাতী নভ্য,          
আজকাল একি দেখি আক্ষেপে কথা লেখি
     ভুলে গেছে জাতী তার সভ্য।    
       ভালবাসার পরেশনাথে              
         ষষ্ঠীতে জাতী নভ্য,                  
তবু ঠিক ভুলে গেছে জাতী তার সভ্য।        
     ওষ্ঠ নারী তার তীব্র অঙ্গীকার          
        কেন্দ্র বিন্দুতে সীমাহীন,              
  পুরুষ যাচনা  করে তার রচনা            
       মগ্নে বিভোর একদিন।              
সততার বন্ধন সাদা টিপে চন্দন        
       কপোলে শশী বিন্দু,                
ললাটে লেখা রক্তরেখা কলঙ্ক দাগে          
        গড়ে জাতী নিন্দু।                    
মুছে ফেলে হৃদয়ের সব গ্লানি সিন্ধু।