* এক আলোকপুঞ্জ জোছনা হয়ে রিয়া    
      তুমি এসেছিলে গো এসেছিলে        
আমার অস্তিত্ব হতে ভালবাসার বন্ধনায়    
          এই হৃদয় সিন্ধুতে,                
সংঙ্গে এনেছিলে কোমল হাতে মুঠোয় ভরে
         ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আশা,                
আর আমি দেখেছি তোমায়                
স্বপ্ন বিলাসিত রূপে স্বর্ণাজ্জ্বোল হাসিতে
          আমার ভালবাসা।                    
রিয়া তুমি গড়েছিলে বসত এই হৃদপাজরে
       পুঁতে ছিলে ভালবাসার খুঁটি,          
এভাবেই কাটাচ্ছিলে ত বেশ                
তবে হঠাৎ কেনই বা করে দিলে সব শেষ      
      নিয়ে নিলে তুমি ছুটি।                
আমি সেই আঘাতে প্রেম সংঘাতে          
       আজও বিরহ লুটি।                    
তবু তুমি করলে না বারন জানালে না কারন
           সব ভেংঙ্গে ছুড়িয়া              
          নিয়েই নিলে ছুটি,              
তাইতো আমি অভিশপ্তেই নামি            
       শুধুই ফিরে পেতে                      
প্রেম বিরহের অক্ষুণ্ণতার জুটি।