তোমার প্রেমেভরা মন আবিষ্কার করিতে গিয়ে        
   পদ্য আবিষ্কার করা হলো            
  তবু তোমাকে জানা হল না রিয়া,          
  দেখি সমুদ্দুর,সৈকতে সচ্ছ জলের স্রোতে
  গোধূলীর রঙ্গে স্বপ্নেরা মেলে ডানা,        
  তবু তোমাকেই হল জানা।        
  বিস্মিত অবকাশ রোদেলা আকাশ        
  ওঠেছে ফেঁপে দ্বি-প্রহরে মগ্ন,        
  তোমাকে আবিষ্কার করা
  অশ্রুতে মনমর্মর ঝরা            
  ভেংঙ্গেছে সাধনার লগ্ন।        
  তোমার প্রেমিক মন,আবিষ্কার করিতে গিয়ে        
  বিষাদ পেয়েছি,তিতিক্ষা ঢেকেছে আশার,          
  ক্ষুর্ণিবৃত্তি হল আমার দেহ মনস্থির          
  পর্দা ওঠাতে ভালবাসার।        
  তোমার প্রেমিক মন,আবিষ্কার করিতে গিয়ে          
  মোরে অবহেলা গ্রাস করিলো          
  সাথে দুঃখরা বাঁধলো দানা,
  তবু তোমাকেই হল না জানা।          
  তোমাকে জয় করিতে,গড়িয়াছি রিয়া        
  বক্ষস্থ পাজর প্রেমের অস্থি,            
  রিয়া ভাংঙ্গিব তোমার ঈর্ষা,বিষাদ    
  হটিয়ে ফিরাতে সুখের স্বস্তি।