*তোমার সৃষ্টিতে অবিভূত শান্তি      
      সৌন্দর্যের করে প্রকাশ,            
রাতের তারারা ঝিকিমিকি করে          
      ফুটন্ত নীলাম্বরী আকাশ,          
বাতায়নে আসে ফুলের গন্ধ            
     শিউলি চামেলি বকুল,                  
জৈষ্ঠ মাসে কাঠাঁল পাকে                  
      বৃক্ষে জামের মুকুল।                    
গিরি বুকে ঝর্না নামে শ্রাবণের বৃষ্টিধারায়  
      হাওরের বুকে পদ্ম ফুটে              
        নিশি রাতের তারায়।            
অমবস্যা এলে গহিন কালো            
     সংস্কারে ভূতের বাড়ি,                
একলা রজনী কেউ হয়না হাজির        
      দিতে ভয়ঙ্করে পথপাড়ি।            
সাহস আছে তাই বংশীবাধক              
       বাজায় প্রহরে বাঁশি,                    
সুরে মাতাল রাজ্যপাতাল              
       পরীদের মুখে হাসি।                
এমনি করে দিন কেটে যায়
        সুখে দুখে বেশ,                        
রূপ লাবণ্যে সাহিত্য গাঁথায় ঐতিহাসিক
     আমাদের বাংলাদেশ।