আমি,সত্য মিথ্যার মুখোমুখি দাঁড়ালাম
সত্য বললো,হে চির বন্ধু আমার
তুমি নির্ভয়ে মুখ খুলো,আমাকে সাথে নিয়ে
মিথ্যা বললো,হে আবেগি বৎস আমার
তুমি,একদিন মিথ্যা কথা, বলতেই পারো
সময়ের সাথে তালে তাল দিয়ে!
সত্য বললো বন্ধু,মিথ্যা চিরকাল মিথ্যাই হয়
সত্য চিরকাল হয় সত্য,
মিথ্যা বলে তুমি কখনোই ছাড় পাবে না
যতই খুঁড়ো,মাটির নিচে গর্ত
মিথ্যা চিরকাল,মিথ্যাই হয়,
সত্য চিরকাল হয় সত্য।
ধর্ম বলো,আর সমাজ বলো,তাতে
চিরকাল,মিথ্যা বলতে মানা,
জগতে ভরপুর মানুষ,তবু মিথ্যেই বলে
শতভাগ আমার জানা!
ধর্ম বলো,আর সমাজ বলো,তাতে
চিরকাল,মিথ্যা বলতে মানা।
তুমি আর আমি,মানবরূপে স্রষ্টার সৃষ্টি
যদি মানবতা মেনে চলি,
মিথ্যার সমাজে,মিথ্যার হবে পরাজয়
যদি আমরা,সদা সত্য কথা বলি।