* অবিস্ফোরিত শিরোনামে বাতাসে আসে খবর
     রিয়া তুমি আর আমার নও,              
আমার পায়ের নিচের মাটি ও          
অসফলতার বিপরীতে এ কথা বলে            
    সেথা ও আমার নই !                          
সময়ের ক্যানভাসে ভাসমান ইচ্ছে গুলি      
      একই বাণী বলে                            
জগতের সুখ শান্তি, সমবৃদ্ধি, আকঙ্খা          
   কোন কিছুই আমার নই,                  
  আজ অবশিষ্টাংশ যা পড়ে আছে                    
   এ দেহের কোষ প্রাচীরে                            
তা ভয়ঙ্করের বিশাল অলিগলি              
আধাঁরে ঝর্ঝরিত চৌমুখি সর্বনাশী রাস্তা।
সেখানে থাকে বিষাদের কব্জায়        
   ত্যাগের উদ্দেশ্যে তৈরি হওয়া,              
ক্রন্দনের সলিলে সজ্জিত বিসর্জনের রথ,    
তা আমি স্তম্ভিত হয়ে হতাশঘেরা জঞ্জালে অসমাপ্ত পথে গ্লানি টেনে যাচ্ছি অবিচল।      
আজি না পাওয়ার বেদনায় কোমল হৃদে    
    জমাট বেঁধেছে                                
  আক্ষেপে গড়া পাথর,                            
যেমন ছেঁড়া জামা অঙ্গে জড়িয়ে তাতে স্প্রে করা                                                      
  সুগন্ধি মাখানো আতর।                          
সতত তপস্যায় তিমির অমাবস্যা পেড়িয়ে এসেছি                                              জোছনার কিরণ নিতে,                              
তাই সাধনায় মগ্নচৈতন্য লগ্নীকরণে ব্যস্ত  
   বসন্তের বাগিচায় যেতে।                        
আজ পরিশুদ্ধি হয়ে এসেছি লোক সম্মুখে      
  তবু বাতায়নের আর্তনাদে শুনি        
         অমিমাংসিত সন্ধি ,                        
যেখানে ত্যাগের রথে গ্লানি টানিয়া আমি      
        মিথ্যা করেছি বন্ধি।                              
আমি খোদার করুণায়, আশীর্বাদের সনদপত্রে  
    রিয়া তোমাকে আমার প্রয়োজন,          
নিন্দুকের কর্মে অপশিক্ষার ধ্বংস ঘটাতে        
আজ এই অলৌকিকতার আয়োজন।            
শুধু সত্যের দুয়ারে তোমাকে আজ          
      ফিরিয়ে আনতে রিয়া।