* আমি আজকাল অবহেলার দাবাদ্রহে
     মোববাতির মত জ্বলছি
   আর বঞ্চিতদের কথা বলছি ,
তবে এ আমার নিজস্ব আলো নই
এ আলো বঞ্চিত নিপীড়ন মানুষ হতে
     চেতনার ঘর্ষণে সংগৃহীত।
এ আলো মুক্তির সন্ধানে হাটছে
   সহসায় নিভে যেতে জ্বলেনি,
সর্বদাই জ্বলছে মুকুশের আড়ালে
  হিংস্র মানবটাকে পুড়িয়ে দিতে
এসেছে সত্যের হস্তক্ষেপ নিয়ে।
    দূর অজানার পথটি ধরে,
যেখানে আদৌ ভাসমান জীর্ণ শীর্ণ
  অপমানের উড়ানো মাস্তুল।
এ আগুন অল্পতে থেমে যাবার জন্য জ্বলেনি,
জ্বলেছে পরিবর্তনের পালা বদল করে
     কেবলি পুড়িয়ে দিতে,
    সেই হিংস্র মানবের মুকুশ।
হতাশ জীবনের অবশিষ্টাংশ থেকে
    এই আগুনের উৎপত্তি।
আগে নিজে জ্বলেছে জনসম্মুখে
এখন ঐ সকল মুকুশ পরিহিতদের পুড়াতে
      আজ তার যাত্রা।
ধরার মাঝে আনন্দ উৎসবের দিকে
এক পা করে অগ্রসর সে আগুনের
রঙ তামাশা মুহুর্থ্যে বিলীন করে দিতে,
পাপের গড়া সেই প্রাসাদকে কেন্দ্র করে।
তাই সাবধান হে সুবিধাবাদী জনতা
     পাপ থেকে বিরত থাকো
এ ভূ-তলের ধ্বংস লীলা থেকে।
নহেৎ একদিন তোমরা পরিতাপ করার ও
      সময় খুজে পাবে না।
তাই আবারো হুশিয়ার সাবধান স্বার্থহীন জনতা
পাপ কর্ম থেকে দূরে সরে যাও
সত্যের আহ্বানে সময়ের নিত্যতালে।


   ...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......