* বর্ষার টিপ টিপ বৃষ্টিতে, গগনে বজ্র সৃষ্টিতে


      জলধারি ভেসে চলে                    


       বাতায়নের তুঙ্গে,                              


বর্ষায় ফুটে ফুল, কদমের ডালে দুলে দুল


    সলিলে নদী,নালা,খানায় খানায়        


        ভরাডুবির সঙ্গে।                                


তবু গগনে জলধারি ভেসে চলে          


     বাতায়নের তুঙ্গে।                                  


বর্ষায় সঙ্কট,দুর্যোগে ভূমি তল.              


বিপর্যয়ে নিঃস্ব,নিজ ঠিকানা হারিয়ে        


      জনতার কিছুদল।                                  


তবু সলিলে সলিলে সচ্ছ ঢেউ                      


     গ্রাস করে যায় ভূমি,                        


মানবের দুয়ারে নেমে আসে দুভিক্ষের আগমন


   প্রভু মোদের পূর্ণ কাজের সাক্ষী হয়ে        


    তাদের মুখে আজ অন্ন তুলো তুমি।          


আশার আলোর দিগন্তে নতুন করে            


     তুমি জাগাও যদি চর,                            


প্রভু তোমার দয়ার দুয়ার খুলে দাও              


  যেন সেই চরেতে নতুন করে সবাই      


        বাঁধতে পারে ঘর।                              


প্রভু তোমার সৃষ্টি, দুর্যোগে অকাল বৃষ্টি            
      আমরা নয়কো পর,                            


তবে তোমার দুর্যোগেই বিলীন হই কেন ফলস
     আরো ভেঙ্গে যায় ঘর ?                          


হয়তো আমরা চরম পাপী অন্যায়ে পাপীষ্ঠ,


    তাই মাশুলেই শাস্তি, সলিলেই ভাস্তি          


    যেন মুক্তিতেই জীবনভর।