* হয়তো শ্রাবণের দিনে তিতিক্ষায় ছিলেম
     বৃষ্টি ভেজা অঙ্গে,              
     তারপর, কেটেছে দিন কেটেছে রাত
     তোমাকে পাওয়ার রঙ্গে।            
     হয়তবা,আমি মালী হয়ে পুষ্প কুড়াতে
     তোমারি আঙ্গিনায় যেতুম,            
     আর তোমার বদনের মিষ্ট হাসি দেখিয়া    
     এই হৃদে শান্তি পেতুম।          
     হয়তবা,আমি হিমের সকালে শিশির হয়ে
     সবুজ ঘাসে মিশ্রিত হতেম নুয়ে,        
     তুমি কোমল চরনে আমায় বরনে      
     আলতো দিতে ছুঁয়ে।            
     হয়তবা আমি হাওয়া হয়ে এই ভুবনময়ে
     তোমার নিয়েছি খুঁজ,                
     তুমি লুকিয়ে ছিলে শালুক ফোটা ঝিলে      
     স্নান করিতে রোজ।                
     আজ ও আমি তিতিক্ষায় আছি শূন্যপথে
     তোমাকে পাওয়ার ক্ষণ,          
     হয়তবা আমারি হৃদয় গড়েছে প্রভু        
     দিয়ে তোমারি সংমিশ্রণ।