* এই যা শুধু বলছি ক্ষণে ক্ষনে
ভাবছি বা কি লিখবো,
হতে জিবন ঝরা পাতায় ?
ধরে সত্যের অমিমাংসিত সন্ধি,
রোদেলা পথে দিঘীর ওপারে
একলা মনে ঘাট পাড়ে বসে
সতত আরধনায়
আজ মিথ্যে করেছি বন্ধী।
সেই পা হেটেছে বহুবার নির্ভয়ে
বিপদগামীর পথে
পাপের রাজ্য ঘেষে,
করেছে বাহাদুরি অন্যায়ে জারিজুরি
ভোগের স্বার্থে হেসে।
তবে কি পেয়েছে জিবন সেই হাটেতে
মিথ্যের প্ররোচনা করে ?
শুন্য, শুন্য, ষৌল কাঁচকলা
পাপে পরিপূ্র্ণ।
আজি শুধরানো পাপে আমি মগ্ন সাধক
তিষ্ঠক্ষণকালে দোষ ক্রুটি স্বীকারোক্তি করে
অশ্রুতে ক্ষমার পরে।
কি পেয়েছিল জিবন দাসত্বের বাজারে
ধোওয়ার মাঝারে ভন্ড হাজারে
অশালীন চুম্মনে সিক্ত হয়ে ,
তাতে কেবল মরেছে বিবেক
শয়তানি আত্মায়
দুঃস্কৃতি, অপকর্মের জয়ে।
আজ মাশুলে ক্ষমা পাপ যে জমা
আত্মা যে মোর হয়েছে দিশেহারা,
আমি নিজের ভুলেই দিচ্ছি মাশুল
সত্য হৃদ গড়িতে সাধকের বেশে
হয়ে পবিত্রতার দেশে
প্রভুর প্রেমেই রিক্ত পাগলপারা।


  ..... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....