আমি চেতনায় দাবদগ্ধ অগ্নিতাপ হয়ে
জাগরণে জ্বালাইব ফুলকি,                    
একদিন,জনসম্মুখে আসবে কবির গর্ভপাতে
কবিতার বন্যা                            
দেখবে লোকে ভেলকি।                      
সতত হে ধর্মভিত্তিক জনসাধারণ              
নিজ নিজ ধর্মে
ইবাদতে হও মশগুল,                        
আসছে ধেয়ে ধ্বংসলীলায় তাণ্ডবনৃত্য.    
নাচাবে বিশ্ব ভূগোল।                          
সতত হে মানব,চক্ষুলজ্জা কাটাইনু তব      
সভ্রম মাতৃকোষে,                            
জাত বা বর্ণের ইজ্জত হরণ
নেপোলিয়ন চুষে চুষে।                      
মিত্রাক্ষররূপ বেড়ি লয়ে রঞ্জনে ভক্ষণ রাঙ্গি
বিষমরেখার তুঙ্গে,                              
তিষ্ঠ ক্ষণকালে ভ্রাতৃপুত্র ভাঙ্গি            
রক্ষঃশ্রেষ্ঠ,সোমিত্রী কুমতির সংঙ্গে।            
আজি ভস্মের মাঝারে লুকাইনু বসুধা  
প্রাণেশ্বরে ঢাকা পদ্ম,                          
আমি চেতনায় দাবদগ্ধ অগ্নিতাপ হয়ে    
শুভক্ষণে অশ্রুধারায়,খুলিবো শিকল.      
প্রাণসখে দাসবদ্ধ।