আমার হৃদয় ভান্ডারে অফুরন্ত প্রেম      

তা পাশ কাটিয়ে চলে যাও তুমি,          

হে সুন্দর তরুণী কাপিয়ে তুলো ধরণী    

       হে সুন্দর তরুণী।                      

নীল চাদরে আকাশলীনা                

   বসায় তারার মেলা,                  

তোমার প্রতিক্ষায় বেলা বয়ে যায়।  

    তাতে ভাসায় প্রেমের ভেলা।          

    হে সুন্দর তরুণী                            

তুমি আমার চোখের মণি                  

   হে সুন্দর তরুণী।                            

আজ উৎকন্ঠার লন্ঠন হস্তে          

তোমায় সর্বক্ষনে খুজি,                

যন্ত্রণার ক্লেশ শিরায় শিরায়।            

   বিষাদ আনে রুজি।                        

    হে সুন্দর তরুণী                          

ঝর্ণারা গান তুলে সুন্দর এ ভুবনে    

  আমার অই প্রাণ  জ্বলে,                

তোমায় না দেখিলে স্বপনে।                

হে সুন্দর তরুণী  তুমি কথা রাখোনি      
    
     হে সুন্দর তরুণী।