* ধুলি মাখা পথে চরণ হতে কতনা হেটেছি
     পেরিয়ে দুর্গন্ধযুক্ত নর্দমা,                      
হয়েছি পরীর সন্ধানে মত্ত্ব মাতাল              
         খুঁজিয়া পাতাল                              
          সিন্ধু তটে কর্দমা।                        
দেখেছি জোছনা রাতে অপলক দৃষ্টিপথে    
       বিষাদে আসা রাহু ,                    
শনিরদশায় ডুবেছি মশাই বেমানান স্মৃতিতে
    মস্তিষ্কের প্রভাবে অঙ্গ                            
     ফুলিয়া ওঠেছে বাহু।                            
চিন্তা লয়ে তিক্ত দেহে  চলেছি কত  
       হতাশগ্রস্ত পাড়ে,                            
হয়তো সফলতা লুকিয়ে আছে খানিক দূরে  
      ব্যর্থতার ঐ ধারে।                            
তিমির রাতে সময় হাতে গৃহত্যাগের        
     সন্ধান করিয়া কভু,                            
ক্রন্দনে ক্রন্দনে মুক্তি চেয়েছি  পবিত্র হতে      
   তবু তুমি সাড়া দেওনি প্রভু।                      
আর পারছি না যে জগত মাঝে              
    আঁধারে ডুবে থাকতে,                            
আজি সফলতার ক্ষয়ে নিরাশ হয়ে            
      ধৈর্য সাথে রাখতে।                        
অহেতুক সময় হারিয়ে ফেলেছি মশগুলে
         চিন্তায় অবিরত,                              
হায় রে....মুক্তির উদয়ে তিতিক্ষায় মরি    
     হৃদে পচনশীল ক্ষত।                            
তবু হতাশগ্রস্তে চিন্তায় মশগুল থাকি          
   প্রভূর সন্তুষ্ট কামনায় অবিরত।