ভালোবাসার অঙ্কে ভুল সবি ভুল
রমণীর হাসিতে,বিষাদের ফাঁসিতে      
জারি হয় ভয়ঙ্করের রুল,                    
তবু সময়ের ব্যাবধানে দেখি                  
ভুল সবি ভুল।                        
হে' আশার দিগন্তের কবি          
তুমি যাহা চেয়েছো,                      
তাহা কি পেয়েছো?                              
তোমার ক্ষুদ্র জীবন হতে,                          
যা হবার নয়,তা ত ভেঙ্গে হবে ক্ষয়    
বিসর্জনের পথে।                        
হে' কবি পেয়েছো কি তুমি        
জিবন সমাধি,                
মূল্যবোধের,অতৃপ্ত বাসনা,        
স্বাধীনতার গানে,শান্তিতে অম্লানে          
এবার মুক্তি নিতে এসো না?