* তাল বীণার ঝস্কার মুছে দিয়ে শিরায় শিরায়
       গদ্যের উৎপাতে তীক্ষ্ণ বুদ্ধিমত্ত্বায়.      
    সময়ের ক্যানভাসে ভাসমান ,            
মস্তিষ্কের অনুভূতি,হউক না নেহাৎ নিজের ক্ষতি                                                       স্বপ্নজালে পদ্য গড়িতে জ্ঞানের সিন্ধুতটে  
   মেলে ধরোক স্বপ্নিল আসমান।              
জীবন চলার অঙ্ক যে ভুল তা সরল করা নই
ত্যাগ বিন্যস্ত সমীকরণ জিবন সূত্রের উদাহরণ  
     তাতে ও অবশিষ্ট কিছু রই।          
জলাঞ্জলিতে মঞ্জুকেশি বিরলে লিখিয়া কবি  
    কি আর গড়িব ভস্মে তপস্বিনী              
অনুুক্ষন ইন্দ্রাণীর উথলে সতত বাণীতে      
          উদয়ে মুক্তির রবি।          
বুদ্ধিমতী,গুণনিধি, তা কভু অবহেলা করি
উজ্জ্বল জগতে কত গুণ শত মতে                  
  ভৈরব রবে ভীত যেমতি ধরি।                
আজি যাত্রা আমার মরুর বেলায়              
         উত্তপ্ত  বালুচরে                        
    জিবন চেষ্টা নাহি সফল,                      
উদাসি উচ্ছ্বাসে শ্যামলিমা লয়ে রক্তক্ষয়ে    
       অশ্রু রুধির চপল।                            
জন্ম জন্মান্তরে বিষে মরু ধূ ধূ প্রান্তরে    
        মরিচিকায় যাত্রা ধরি,                      
মুক্তির সন্ধানে উদয়ে বিভিষিকায় কবি  
       দিগ্বলয়ে কান্না ধোওয়া                        
         তৃপ্ত হিয়া ভরি।                        
জলাঞ্জলি মঞ্জুকেশি বিরলে লিখিয়া কবি
অনুক্ষণ ইন্দ্রানীর উথলে সতত বাণীতে          
আজি নব দিগন্তে আমার একান্তে                
      উদয়ে মুক্তির রবি।