* আজি স্বাধীন চেতনায় মানব হলাম


          মুল্যবোধের খুজে,                          


আমি মগ্নে বিভোর ঘন তপস্যায়                


    রমনী কি সেটা বুঝে ?                            


নগ্ন সমাজের বৈমানিক রঙ তামাশা        


     রাক্ষসীর ক্ষুদা মিঠাতে                          


জগতে আজ রাক্ষসকূলের হাট,                


আজ পাপীর জনস্রোতে গঙ্গার সল ফেঁপে ওঠেছে                                                  
      ভেঙ্গে দিতে পবিত্রতার ঘাট।                  


সমাজে অশ্লীল অন্বেষণে বিঘ্নত ঘটাতে      


  মানবে মানবে মহামারিতে দাঙ্গা,        


জালীমের শিবির রেওয়াজ করে                


রেখে যাচ্ছে সমাজে প্ররোচণা করে লুট,


        ধর্ষন,স্বার্থহীনায় চাঙ্গা।                  


সমাজপন্থী জালীমের দল তালাশ করে যায়


       অমীমাংসার সিক্ত,                          


বিশ্বাসের মর্যাদায় অবমাননা করা হচ্ছে


  ব্যাপকভাবে দুর্লভ প্রাণে অতিরিক্ত।              


আজি প্রতক্ষ্যদোষী হয়ে অপলকে দেখি    


   রমনীর ঈর্ষা, ঐশ্বর্যের ভরা তেজ,            


আমি  অন্ধ প্রেমের ধৈর্যে অস্থি              


    সততার বিষ মাখানো লেজ।                  


আমি ভাঙ্গবো তবু মচকোব না          


       মুল্যবোধের খুজে,                            


আজি মগ্ন বিভোরে ঘন তপস্যায় আমি      


      রমণী কি সেটা বুঝে ?