ওরে ভণ্ড,মূর্খ,পাপী ও তাপী কোরবানি লয়ে
            প্রশ্ন কেনো তোদের ?
কোরবান করা,আল্লাহর বিধান,পূর্বেই রাসূল
           শিখিয়ে গেছে মোদের!
ওরে ভণ্ড,মূর্খ,পাপী ও তাপী কোরবানি লয়ে
            প্রশ্ন কেনো তোদের ?
ভৌত-অভৌত,যা কিছু আছে,ধরার ঐ বুকে
             সবগুলো,তা সৃষ্টি,
আমরা হলাম,ক্ষুদ্র,নঘন্য রূপে,স্রষ্টার সৃজন
            খুঁজো,তোমার দৃষ্টি!
পশু নহে হত্যা,কোরবান বলো,কোরআনে আছে
            উহার,বিস্তৃত কথা,
না জেনে,না বুঝে,কেনো এত লাফালাফি করো
          বুঝবে না তোমার মাথা।
পশু নহে হত্যা,কোরবান বলো,কোরআনে আছে
            উহার বিস্তৃত কথা!
কোরবানির গোশত,কোরবানির রক্ত,নেয় না
           তাকওয়া নেন প্রভু,
পুষ্টির জন্য,তোমরাও,পশুর গোশত খাচ্ছো
            মন্তব্য করছো তবু!
ওরে ভণ্ড,মূর্খ,পাপী ও তাপী কোরবানি লয়ে
           প্রশ্ন কেনো তোদের ?
কোরবান করা,আল্লাহর বিধান,পূর্বেই রাসূল
          শিখিয়ে গেছে মোদের!