যে বিরহ ব্যাথায় সুর চলে যায়          
কণ্ঠে আসেনা গান,              
ভালবাসা কেমনে করিবে সে            
হারাবে যে তার মান?                  
যে প্রেমেতে কখনো তাল আসেনা              
শিহরিত অঙ্গে,                  
কেমনে সে হাসিবে বলো                  
কোন বা সুখের রঙ্গে?                  
বসন্তে যার প্রেম জাগে না              
শুকিয়ে গেছে মন,                  
ডাকবে না যে কোকিল সেথায়            
পুষ্প স্ফুটিত ক্ষন।                      
যার হৃদয় গহীনে ব্যাথার আচর            
মুখে অশ্রু ঝড়া হাসি,            
তোমাদের সুখে কেমনে বলিবে সে    
আমিও ভালবাসি?                
যখন দুখের বাহু ফুলিয়া ওঠে            
ধৈর্যের ভাংঙ্গিতে অস্থি,          
আজকাল ভালবাসার স্মৃতিরক্ষায়        
মেলে না দেহের সস্থি।            
সহৃদয়ে ভালাসার স্বাদ                    
দুঃখ ভরা আঁটি,                    
যৌবনে যার লাগিছে দুলা                
তার রইবে না প্রেম খাঁটি।