* তন্দ্রামন্ত্রে নাস্তানাবুদ মানব সমাজে  টুপি  


      জাতি বা জাতের আর্তনাদে              


         কাপুরুষ বহুরূপি ।                    


কূটকৌশল রপ্ত করে ক্ষতির নথি সপ্ত গড়ে


      মুকোশধারী হায়না,                              


  যে মানব কল্যাণে চলমান.                


সততকর্মে সোচ্ছারে আগুয়ান                    


  তার সাফল্য তারা চাই না।                  


কাপুরুষ বহুরূপী সমাজপন্থী মাথায় টুপি      


    যেন অত্যাচারীর নবাব,                        


নিজ স্বার্থে মহামারি অসৎকর্মের ছড়াছড়ি


  কার্যকলাপে অশ্লীল বিন্যস্ত স্বভাব।      


কাপুরুষ বহুরূপি কুকর্মে চুপি চুপি                


  বলে বেড়ায় মিষ্টি মিষ্টি কথা,                    


স্বার্থ, সিদ্ধিতে চলমান,ধর্ম নীতিতে নেহি কান,  
     তবু সমাজ বিস্তারে তারা নেতা।              


তারা রক্তগঙ্গায় স্নান করে যায় প্রতিনিয়ত.    


    এই বঙ্গ জয়ারু  করছে নষ্ট,                


বাংলার মাটি পবিত্রতায় চির খাঁটি              


    তা সীমালঙ্গনে এমন তুষ্ট।                    


আজি হতাশে হতাশে অমঙ্গলিতা              


   তাহা দেখিতে ছেয়েছিল কি              


     বাঙ্গালীর জাতীর পিতা ?                          


তবে কেন জাগ্রত হয়েছিল জাতী              


হেন ভবিষ্যৎ নব প্রজন্ম                  


  আলবদরের খাবে বলে লাঁথি।                    


একি ছিল আপামর বিপ্লবী জনতার


     মানব কল্যাণে চাওয়া,                  


দুঃস্কৃতিকারী, অত্যাচারী আবার গড়িছে বিস্তার


  করিতে নিরূপায় জনতাকে ধাওয়া                


একি ছিল আপামর বিপ্লবী জনতার চাওয়া।


আজি তন্দ্রামন্ত্রে নাস্তানাবুদ মানব সমাজে টুপি


   জাতি বা জাতের আর্তনাদে                        


     তারা কাপুরুষ বহুরূপী।