* স্তব্ধ নিঁশি রাইত নেই জোনাকির আলো
          মেঘাছন্ন আকাশ মণ্ডল            
  তাতে ভয়াল অন্ধকার কালো!        
   নক্ষত্রের আলোটা ও নিভে গেছে
    জলাধীতে ঢেকে গেছে চাঁদ,              
নিদ্রা আসেনা মোর চোখের পাতায়।        
    অতিষ্টে ভাসে জীবন মরণ ফাঁদ।    
হয়তো আমি বক্ষস্থে অগ্নিপুরুষ          
         দেবদূত তবু নই,              
যৌবনের জোয়ার ওঠেছে ফেঁপে      
     ভেংঙ্গেছে দেহের ক্ষয়।              
দুঃস্বপ্নে প্রকাশ যুগের সঞ্চিত পরিচয়
      যুবতীর নির্গম একাকী বাস,            
পিছুটানে অভিমানে যুবতী ফিরেও চাহে না
      একেই বলে বুঝি ভাগ্যের পরিহাস্র?
পাপীষ্ঠ দেহ মোর বিসর্জনের ঘাটে      
      পবিত্র হৃদয় পেতে আজি              
     আমি উদয়ের ঐ মাঠে।                  
হউক আজি পাপ ক্ষমা নেহাৎ হউক মরণ  
      ভালবাসার পরশে করি শুধু        
          বিধাতাকে স্বরণ।                  
আজি ডুবে গেছে মোর আকাশে  
         আলোকচিত্র চাঁদ,                
ভরপুর জগতে কোনটা আসল            
         কোনটা নকল                    
সময়ের ব্যাবধানে সবি দেখি            
      জীবন মরণ ফাঁদ।