আমি আশার গগনে হেলান দিয়া
বিষাদ লয়ে ভাঁসি,
তুমি ধূসর লগনে মৌন নিয়া
হাসো পুষ্পের হাসি।
আমি অনাবিল সুখে কাটাবৃত্ত
বিরহ নামক ঢেউ,
আজ আমার আমিতে হারিয়ে গেছি
বুঝলো না যে কেউ।
তবে তুমি কেমন করে বুঝবে আমায়
ওগো প্রাণের রিয়া,
সদা তোমাতে তুমি লুকিয়ে থাকো
আমায় ব্যথা দিয়া।
আমি কোন বা ভাষায়,চাইবো তোমায়
বিধাতার ঐ তটে,
যেখানে তুমি প্রেমের তরী,পাল তুলিয়া
চলেছে ধ্বংসের মাঠে।
হঠাৎ করে তা ভাবতে গিয়ে,কপোল বেয়ে
ঝরে বিরহ ফোটা,
তবু নিঃস্ব পথিক হয়েই আমি
তোমার পথ পানে ছুটা।
জানি একদিন বিধাতার দানে আসবে তুমি
আমার বুকেই ফিরে,
তাই বিশ্বাসের দরবারে ছেড়েছি আশা
রেখে জিবন যাত্রা ধীরে।